বিডি ল নিউজঃ
রাজধানীর কামরাঙ্গিরচর থানার রনি মার্কেটের পেছনে ট্রাকের ধাক্কায় মো. দুলাল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও রাজধানীর দারুসসালাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমির হোসেন বাবু (৪৫) নামে এক ব্যক্তি।
নিহতের বন্ধু মো. আবুল হোসেন বলেন, বুধবার রাত ১১ টার দিকে আমি ও দুলাল তার কামরাঙ্গিচরের বাদশাহ মিয়ার স্কুলের সামনের বাসা থেকে একটি সাউন্ডবক্স নিয়ে আজিমপুরের দিকে যাচ্ছিলাম। কামরাঙ্গিচরের রনি মার্কেটের পিছনে পৌছামাত্র একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুলাল গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল হোসেন কামরাঙ্গিচর এলাকায় একটি কলমের কারখানায় কাজ করেন। তিনি কামরাঙ্গিচর এলাকার স্থায়ী বাসিন্দা।
অন্যদিকে দারুসসালাম রোডে আমির হোসেন বাবু নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন মাইনুদ্দিন নামে এক ব্যক্তি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মাইনুদ্দিন।
নিহত আমির হোসেন বাবুর বাসা রাজধানীর ওয়ারির কাপ্তান বাজার এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া রাজধানীর ভাটারা থানার কালাচাঁদপুর বাস স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী সোহাগ (২৮) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত আরেক যুবককে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে ভাটারা থানার কালাচাঁদপুর বাসস্ট্যান্ডে একটি মোটরবাইককে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সোহাগ নামের একজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত আরেক যুবককে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন।
ভাটারা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাফরুল ইসলাম বলেন, একজন পথচারীর কাছ থেকে আমরা এমন একটি সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Discussion about this post