এস কে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।
তার নামে অভিযোগ উঠেছে, ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ থেকে তিনি “ফেসবুকডটকম” নামে একটি ডোমেইন খুলে ৬ মিলিয়ন ডলারে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলো। এই বিজ্ঞাপন দেয়ার বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে।

বিষয়টি নজরে আসার পর এটি বন্ধ করার জন্য বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমার সিনিয়র ব্যারিস্টার মোকছেদুল ইসলাম নোটিশ পাঠান। তিনি বলেন, নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি।
বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন। এ জন্য আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি ৫০ হাজার ইউএস ডলার বাংলাদেশি অর্থে প্রায় ৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।এই বিষয়ে এস কে শামসুল আলম নামের লোকটির সাথে যোগাযোগ করা এখনো সম্ভব হয়নি।
Discussion about this post