বিডি ল নিউজঃ
বাংলাদেশের বিরোধী দল ও মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর এড রয়েস এবং পাঁচ কংগ্রেস সদস্য।বিবৃতিতে সাক্ষরকারী মার্কিন কংগ্রেসের অপর সদস্যরা হলেন ইলিয়ট অ্যাঙ্গেল (ডেমোক্র্যাট) স্টিভ চ্যাবট (রিপাবলিকান), যোশেফ ক্রাউলি (ডেমোক্র্যাট), জর্জ হোল্ডিং (রিপাবলিকান) ও গ্রেস মেঙ (ডেমোক্র্যাট)।বুধবার এক বিবৃতিতে তারা বিরোধী দলের বিরুদ্ধে নেয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। বিবৃতিতে তারা বলেন, ‘গত কয়েক দিন ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতা বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অন্যায়ভাবে আটকে রাখার সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’‘জনগণের ভিন্নমত এবং বর্তমান সরকারের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ দমনের জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর সরকারের অন্যায় নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ আরোপে তারা গভীরভাবে উদ্বিগ্ন’ বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
Discussion about this post