বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আইনের সিলেবাস সমূহ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আইনের সিলেবাস সমূহ জানুন।তাছাড়া প্রাথমিক পরীক্ষার নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষার নম্বরের সাথে যােগ হবে না।
প্রাথমিক পরীক্ষা (MCQ) ও পাশ নম্বর ১০০ নম্বরের MCQ (Multiple Choice Question) পরীক্ষায় পাশ করতে হবে। উক্ত পরীক্ষায় মােট ১০০ টি MCQ থাকবে। প্রতিটি MCQ এর মান হবে ১ (এক) নম্বর।তবে প্রতিটি MCQ এর ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কর্তন করা হবে। প্রাথমিক পরীক্ষায় নুন্যতম পাস নম্বর ৫০।
বি. দ্র. প্রাথমিক পরীক্ষার নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষার নম্বরের সাথে যােগ হবে না।
প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন আসবে :
১।সাধারণ বাংলা
২।সাধারণ ইংরেজি
৩।বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
৪।সাধারণ গণিত
৫ | দৈনন্দিন বিজ্ঞান
৬ | বুদ্ধিমত্তা
৭।আইন বিষয়সমূহ
General Laws
১।The Code of Civil Procedure, 1908
২।The Code of Criminal Procedure, 1898
৩।The Penal Code, 1860
৪।The Evidence Act, 1872
৫।The Specific Relief Act, 1877
৬।The Limitation Act, 1908
Special laws
৭।আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রবিধানমালা, ২০১১
৮ । আইনগত সহায়তা প্রদান বিধিমালা, ২০১৫
৯ | আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ ও প্রবিধানমালা, ২০১৫
Special laws
প্রথম ভাগ (পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন)
১০। মুসলিম আইন
১১।The Dissolution of Muslim Marriage Act, 1939
১২। The Muslim Family Laws Ordinance, 1961
১৩। The Family Courts Ordinance, 1985
১৪।The Guardians and Wards Act, 1890
১৫। পিতা-মাতার ভরণ-পােষণ আইন, ২০১৩
১৬। বাল্যবিবাহ নিরােধ আইন, ২০১৭
১৭। বাল্যবিবাহ নিরােধ বিধিমালা, ২০১৮
১৮। মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ (নিবন্ধন) আইন, ১৯৭৪
১৯। হিন্দু আইন
২০। হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২
২১। হিন্দু বিবাহ নিবন্ধন বিধিমালা, ২০১৩
দ্বিতীয় ভাগ (সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন)
২২। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ ( The Transfer of Property Act, 1882)
২৩। চুক্তি আইন, ১৮৭২ ( The Contract Act, 1872)
২৪। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০/( The SAT Act, 1950)/ (The State Acquisition and Tenancy Act, 1950)
২৫। অকৃষি প্রজাস্বত্ত্ব আইন, ১৯৪৯ /( The NAT Act, 1949 ) /(The Non-Agricultural Tenancy Act, 1949)
২৬। নিবন্ধন আইন, ১৯০৮ ( The Registration Act, 1908)
২৭। ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪
তৃতীয় ভাগ (সাংবিধানিক আইন, জেনারেল কুজেস এক্ট ও আইনের ব্যাখ্যা)
২৮। সাংবিধানিক আইন
২৯। The General Clauses Act, 1897
৩০। আইনের ব্যাখ্যার ধারণা
চতুর্থ ভাগ (ঐচ্ছিক আইন বিষয়সমূহ-১)
৩১। নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০
৩২। শিশু আইন, ২০১৩
৩৩। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০
৩৪।আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪
৩৫।আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫
৩৬। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪( The Special Powers Act, 1974)
৩৭।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
পঞ্চম ভাগ (ঐচ্ছিক আইন বিষয়সমূহ-২)
৩৮। The Criminal Law Amendment Act, 1958
৩৯। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪
৪০। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭
৪১। মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২
৪২। মানব পাচার প্রতিরােধ ও দমন আইন, ২০১২
৪৩। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন, ২০০২
৪৪। হস্তান্তরযােগ্য দলিল আইন, ১৮৮১ ( The Negotiable Instruments Act, 1881)
৪৫। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
৪৬। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন, ২০০৬
ষষ্ঠভাগ (দেওয়ানি মামলা সংক্রান্ত আইন)
৪৭। দেওয়ানী আদালত আইন, ১৮৮৭ ( The Civil Courts Act, 1887)
৪৮। বিকল্প বিরােধ নিষ্পত্তির ধারণা ও এতদ্সংক্রান্ত আইন ( ADR সংক্রান্ত আইন)
লিখিত পরীক্ষা (Written Examination) ও পাশ নম্বর
মােট ১০০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।সকল বিষয়সমূহে গড়ে ৫০% নম্বর পেলে পাশ (অর্থাৎ সর্বনিম্ন ৫০০ নম্বর পেতে হবে)। তবে কোন বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে তিনি লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবেন।
বি. দ্র. লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে।
লিখিত পরীক্ষার বিষয় সমূহঃ-

আবশ্যিক সাধারণ বিষয়সমূহ: (মােট নম্বর-৪০০)
১। সাধারণ বাংলা….১০০ নম্বর।
২। সাধারণ ইংরেজি ….১০০ নম্বর।
৩। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ….১০০ নম্বর
৩ ( ক) বাংলাদেশ বিষয়সমূহ….৫০ নম্বর ।
৩( খ) আন্তর্জাতিক বিষয়সমূহ…..৫০ নম্বর।
৪। সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান…………১০০ নম্বর।
৪(ক) সাধারণ গণিত (এস,এস,সি পর্যন্ত আবশ্যিক গণিত) ……৫০ নম্বর।
৪(খ) দৈনন্দিন বিজ্ঞান..৫০ নম্বর।
আবশ্যিক আইন বিষয়সমূহ: (মােট নম্বর – ৫০০)
১। দেওয়ানী মামলা সংক্রান্ত আইনঃ…১০০ নম্বর।
(ক) The Code of Civil Procedure, 1908
(খ) The Specific Relief Act, 1877
(ক)+(খ) = ৫০ নম্বর।
(গ) The Civil Courts Act, 1887
ঘ, The Limitation Act, 1908
ঙ. বিকল্প প্রতিরােধ নিষ্পত্তির ধারণা ও এতদসংক্রান্ত আইন।
(গ)+(ঘ)+(ঙ)= ৫০ নম্বর।
২। অপরাধ সংক্রান্ত আইন….১০০ নম্বর।
(ক) The Code of Criminal Procedure, 1898…..৪০ নম্বর ।
(খ) The Penal Code, 1860……৪০ নম্বর।
(গ) The Evidence Act, 1872…..২০ নম্বর।
৩। পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন…১০০ নম্বর।
(ক) মুসলিম আইন…৬০ নম্বর।
(খ) হিন্দু আইন…….২০ নম্বর।
(গ) The Dissolution of Muslim Marriages Act, 1939
(ঘ) The Muslim Family Laws Ordinance 1961
(ঙ) The Family Courts Ordinance, 1985
(গ)+(ঘ)+(ঙ)= ২০ নম্বর।
৪। সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যার ধারণা ১০০ নম্বর।
(ক) সাংবিধানিক আইন…….৮০ নম্বর।
(খ) The General Clauses Act, 1897
(গ) আইনের ব্যাখ্যার ধারণ
(ক)+(খ)+(গ)= ২০ নম্বর।
৫।সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন ১০০ নম্বর।
(ক) The Contract Act, 1872
(খ) The Transfer of Property Act, 1882
(গ) The Registration Act, 1908
(ক)+(খ)+(গ)= ৬০ নম্বর।
(ঘ) The State Acquisition and Tenancy Act, 1950
(ঙ) The Non-Agricultural Tenancy Act, 1949
(ঘ)+(ঙ)= ৪০ নম্বর।
ঐজিক আইন বিষয়সমূহ(মােট নম্বর – ১০০) যে কোনাে একটি বিষয় নির্বাচন করতে হবে)
৬। ঐচ্ছিক বিষয়- (১) …..নম্বর…১০০ ।
(ক) শিশু আইন, ২০১৩
(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
(গ) আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত আইন
কে)+(খ)+(গ)=৬০
(ঘ) The Special Powers Act, 1974
(ঙ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
(ঘ)+(ঙ)= ৪০
৬। ঐচ্ছিক বিষয়- (২) …..নম্বর…১০০ ।
(ক) দুর্নীতি দমন সংক্রান্ত আইন,
(থ) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২
(ক)+(খ)= ৪০
(গ) The Negotiable Instruments Act, 1881..
(ঘ) মানব পাচার প্রতিরােধ ও দমন আইন, ২০১২
(ঙ) ডিজিটাল নিৱাপত্তা আইন, ২০১৮
(গ)+(ঘ)+(ঙ)= ৬০
মৌখিক পরীক্ষা
১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশ নম্বর ৫০, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হয়।
lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
আইন সম্পর্কে আরো জানতে বিডি ‘ল’ নিউজ এর সাথেই থাকুন ধন্যবাদ
সহকারী জজ হতে চাইলে আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি ও পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানুন
Discussion about this post