বিডি ল নিউজঃ আগামী এপ্রিল-মে মাসে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফরকে ঘিরে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। বাংলাদেশে এই সিরিজের আয়ের ৫০ শতাংশ চায় পাকিস্তান। এছাড়াও বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলকে পাকিস্তানে পাঠাতেও বলছে পিসিবি।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি এই শর্ত মেনে নিলে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিসিবি নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা বিসিবিকে জানিয়েছে। এছাড়া চুক্তির সবকিছু লিখিত করার কথাও দৃঢ়ভাবে জানিয়েছে তারা। বিশ্বকাপ শেষে এই সফরের বিষয় চূড়ান্ত করতে সংযুক্ত আরব আমিরাতে আলোচনায় বসবে পিসিবি ও বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা। অবশ্য এখন পর্যন্ত এই সফরের আসার ব্যাপারে বিসিবিকে নিশ্চয়তা দেয়নি পিসিবি।
প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি পাকিস্তান সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।
২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। তবে ২০১৪ সালের ডিসেম্বরে কেনিয়া জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেছিল। পাকিস্তান ‘এ’ দলের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেয় কেনিয়া।
Discussion about this post