বিডিলনিউজঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আসামী আব্দুল কাদের মোল্লার ফাঁসীর মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকরের পর সৃষ্ট পরিস্থিতিতে তালেবানের হুমকির মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে।
কাদের মোল্লার মৃত্যুদণ্ডে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবে বাংলাদেশজুড়ে প্রতিবাদের ঝড়ের মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানি দৈনিক দি নেশন বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ঝুঁকির খবর প্রকাশ করে।
নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কাদের মোল্লার ‘হত্যাকাণ্ডে’ তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশনে হামলার হুমকি দিয়েছে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শামীম আহসান সন্ধ্যায় বলেন, তারাও এনিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।
“তারা আমাদের নিশ্চিত করেছে, আমাদের দূতাবাস ও সেখানে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
যুদ্ধাপরাধীর জন্য পাকিস্তান জাতীয় পরিষদে ওই প্রস্তাবের বাংলাদেশে নিন্দার ঝড় বইছে। এর মধ্যে গণজাগরণ মঞ্চ পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার পর ওই দেশে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা প্রকাশ পায়।
নেশনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের একটি নিরাপত্তা সংস্থা সে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বাংলাদেশ হাইকমিশনের ঝুঁকির কথা তুলে ধরে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অভিজাত এলাকা এফ- ৬/৯ এ বাংলাদেশ হাইকমিশন।
পাকিস্তান আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নেশনকে বলেছেন, “আমরা ইতোমধ্যে এসব স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ নিয়োগ করেছি।”
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পর্যন্ত এই অতিরিক্ত পুলিশি নিরাপত্তা বজায় থাকবে বলে জানান তিনি।
Discussion about this post