নগরীর বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাহ আমানত সেতু ও তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আব্দুল মোনাফের ছেলে মো. শাহজাহান(২১), বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মৃত আবদুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম(৪০) ও কক্সবাজার জেলার নুর মোহাম্মদের ছেলে মো. ইমাম হোসেন(৩৮)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই দিন রাত সাড়ে তিনটার দিকে বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ মো. ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।




Discussion about this post