আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ৫৭ ধারা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। এটি মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। এ কারণেই এটি বাতিল করা হবে।
আজ রোববার (৭ মে) দুপুরে হবিগঞ্জে নবনির্মিত জুডিসিয়াল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ আইন স্পষ্টিকরণের জন্য নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। এ আইনে যাতে কারও বিরুদ্ধে অন্যায়ভাবে অহেতুক কোনো ব্যবস্থা নেয়া না হয় সেরকম ব্যবস্থা থাকবে।
৫৭ ধারা বাতিল হলে এ আইনে চলমান মামলাগুলোর অবস্থা কী হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি আইন বা এর কোনো ধারা যদি বাতিল হয়, তার স্থলে নতুন যে আইনটি হয় সে আইনে শেষ যে ধারা থাকে সেখানে স্পষ্ট করে বলা থকে, এ আইনে যে ব্যবস্থাগুলো নেয়া হয়েছিল সেগুলো বিদ্যমান থাকবে কিনা। অথবা সেগুলো রহিত হবে। ৫৭ ধারাকে বাতিল করার কারণ হচ্ছে, এ ধারা সম্পর্কে কিছু বিতর্ক উঠেছিল যে, এটি জনগণের বাকস্বাধীনতা হরণ করছে। স্পষ্টিকরণের প্রয়োজনীয়তা আছে বলেই এটি বাতিল করে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে।
পরে মন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত সুধি সমাবেশ ও জেলা আইনজীবী সমিতি আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
Discussion about this post