বিডি ল নিউজঃ
২০১৪ সালে বক্স অফিসে ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় রয়েছে কিক এবং হ্যাপি নিউ ইয়ার। এমনকি বছরের সেরা আয়কৃত সিনেমার তালিকায়ও সিনেমা দুটি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে । তারপরেও বলিউডের বাজে সিনেমার মনোনয়ন পেয়েছে এ দুটি সিনেমা।

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ‘গোল্ডেন ক্যালা অ্যাওয়ার্ড’। এ জন্য প্রকাশ করা হয়েছে এবারের মনোনয়ন তালিকা। ৭ তম অ্যানুয়াল গোল্ডেন ক্যালা অ্যাওয়ার্ডে বাজে সিনেমা, পরিচালক, অভিনেতা, লিরিক সহ সর্বাধিক ৫টি মনোনয়ন পেয়েছে সাজিদ খান পরিচালিত সিনেমা হামসকল।
অন্যদিকে মনোনয়নে বাজে পরিচালক,অভিনেতা এবং অভিনেত্রী সহ দ্বিতীয় সর্বাধিক মনোনয়নের তালিকায় রয়েছে প্রভুদেবার সিনেমা অ্যাকশন জ্যাকশন। এ সিনেমার মনোনয়ন সংখ্যা ৪ টি।
বাজে সিনেমার মনোনয়নে আরও রয়েছে সালমান অভিনীত সিনেমা কিক, শাহরুখ অভিনীত হ্যাপি নিউ ইয়ার, এবং হৃতিক রোশান অভিনীত ব্যাং ব্যাং। অন্যদিকে বাজে অভিনেতার মনোনয়নে সাইফের (হামসকল সিনেমার জন্য) পাশাপাশি রয়েছেন অর্জুন কাপুর (গুন্ডে), সালমান খান ( কিক ) এবং অভিনেত্রীর তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ (ব্যাং ব্যাং), রাণী মুখার্জি (মারদানি),সোনম কাপুর ( তার সকল অভিনয়ের জন্য), তামান্না (এন্টারটেইনমেন্ট), জ্যাকুলিন ফার্নান্দেজ (কিক), এবং সোনাক্ষী সিনহা (অ্যাকশন জ্যাকশন,লিংগা,হলিডে)।
এ অ্যাওয়ার্ডটি হলিউডের রোসব্যারি অ্যাওয়ার্ডের ভারতীয় সংস্করণ। বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বিভিন্ন ক্যাটাগরিতে বাজে কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় এ অনুষ্ঠানে।




Discussion about this post