বিডিলনিউজঃ
রাজনৈতিক অস্থিরতায় এবার পর্যটন শহর বান্দরবানে বর্ষবরণের কোন আয়োজন নেই। প্রতিবছর থার্টিফাষ্ট নাইটকে ঘিরে প্রচুর দেশি বিদেশি পর্যটকের সমাগম হতো পাহাড় কন্যা বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, বগালেক, কেওক্রাডংসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ছাড়াও হোটেল-মোটেল, রেঁস্তোরা, রাস্তাঘাটে দেখা মিলত বেড়াতে আসা লোকজনের ভিড়। কিন্তু এবছর তার ছিঁটেফোটাও নেই। শহরের হোটেল মোটেলগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, বেশিরভাগ হোটেলই খালি পড়ে আছে। দীর্ঘদিন অতিথি না আসায় অনেক প্রতিষ্ঠান আবার বন্ধ। এ বিষয়ে মেঘলার হলিডে ইন এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, সবগুলো কটেজই খালি, কোন অতিথি নেই, রাজনৈতিক কারণে অনেকে বুকিং বাতিল করে দিয়েছেন। তাই এবছর আমাদের এখানে বর্ষবরণের কোন অনুষ্ঠান করা হচ্ছে না।
এদিকে পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য বলেন, পর্যটক শূন্যতা সত্ত্বেও বর্ষবরণে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Discussion about this post