
বিডি ল নিউজঃ শনিবার (১৬ মে) রাতে নাইক্ষ্যংছড়িতে একটি দেশিয় বন্দুকসহ মো. জসিম (২৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জসিম দক্ষিণ বাইশারী গ্রামের আবদুস সোবহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দলের অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। আটক জসিমের কাছ থেকে দেশিয় একটি বন্দুক পাওয়া গেছে।
জসিম দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল, মোটরসাইকেল চুরি, অপহরণসহ নানা ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post