ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে বাবা-মাকে নির্যাতন করার দায়ে ছেলে বিল্লাল হোসেনকে (২২) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করতেন নেশাগ্রস্ত ছেলে বিল্লাল হোসেন। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিল্লালকে আটক করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হরিণাকুন্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।




Discussion about this post