বাংলাদেশ বার কাউন্সিলের ইতিহাস নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। শনিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ভবনের অডিটরিয়ামে আরবিটেশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সভাপতি প্রাক্তন বিচারপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীরা। সেমিনার সঞ্চালনা করবেন সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে মামলা-মোকাদ্দমা থেকে জনগণকে বিরত রাখতে উদ্ধুদ্ধ করতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি।
স্থানীয় ভাবে সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তজাতিক অঙ্গনে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কাজ করছে।
Discussion about this post