নিজস্ব প্রতিবেদক:-
মাননীয় প্রধানমন্ত্রীর ১৩৭ কোটি টাকার অনুদানে নির্মিত বার কাউন্সিলের নতুন ভবন পরিদর্শন করলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন ।
আগামী ২০শে জুন বাংলাদেশ বার কাউন্সিল বর্তমান ভবনের স্থানে অফিসের ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছে । সকল আইনজীবী সমিতির অবগতির জন্য জানানাে হয়েছে যে , বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভবনের স্থানে সরকারী অর্থায়নে নতুন ১৫ (পনের) তলা ভবন নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হইয়াছে।
গত ২৩-০৫-২০২১ ইং তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী বার কাউন্সিল অফিস স্থায়ী ঠিকানা বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিল ভবন, ৩৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী, শাহবাগ, ঢাকা-১০০০ স্থানান্তর করিবার জন্য আগামী ০৮-০৬-২০২১ হইতে ১০-০৬-২০২১ তারিখ পর্যন্ত বার কাউন্সিল অফিসে সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকিবে।
উক্ত তারিখের পর হইতে স্থায়ী অফিসের অফিসিয়াল কার্যক্রম আংশিক ভাবে চলিবে এবং আগামী ২০-০৬-২০২১ তারিখের পর স্থানান্তরিত স্থায়ী ঠিকানায় অফিস কার্যক্রম যথারীতি চলিবে।
উল্লেখ্য যে, আগামী ০১-০৭-২০২১ তারিখ হইতে বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিল ভবন, ০৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী, শাহবাগ, ঢাকা-১০০০ স্থায়ী ঠিকানায় সকল প্রকার চিঠিপত্র প্রেরণ করিবার জন্য বলা হয়েছে।

বিষয়টি অতীব জরুরী হওয়ায় আইনজীবী সমিতির নােটিশ বাের্ডে টাঙ্গাইয়া সকলের অবগতির নিমিত্তে প্রচারের জন্য অনুরােধ করা হয়েছে।
Discussion about this post