নিজস্ব প্রতিবেদক:-
গত (২৯, মে) রাত ১১: ১০ মিনিটে বার কাউন্সিলের ওয়েবসাইটে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ।
২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থী মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
এবার বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় মোট ১২ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এছাড়াও বার কাউন্সিলের রেজাল্ট সিটে ২৩০ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার রেজাল্ট অপ্রকাশিত অবস্থায় শুধুমাত্র লিখিত পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করে উল্লেখ করেন, রেজাল্ট সিটে ২৩০ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার্থীর খাতা ৩য় পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য অপেক্ষামান রয়েছে ।
এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল উক্ত নোটিশে ১৭৫২২ নম্বর রোল উল্লেখিত পরীক্ষার্থীকে বার কাউন্সিলের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য তাকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় / উইথহেলড রাখা হয়েছে।
অতঃপর বার কাউন্সিল পরবর্তীতে একই রেজাল্ট সিটে লিখিত পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করে তাদের রোল নম্বর সংযোজন করেন। লিখিত পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিতকৃত রোল নম্বর সমূহ 10712, 11869, 12937, 30557, 31327, 31422, 31560, 31945, 32112, 32334, 32591, 32630, 33302, 34166, 34516, 34732, 34795, 36431, 37412, 37522, 43134, 43887, 44004, 50908,51119, 51206, 51218, 51258, 51278, 51346, 51386, 51424, 51592, 51816, 52085, 52198,52221,53327, 53738, 54044 ।
রেজাল্ট সিটে উল্লেখিত লিখিত পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করে যে রোল নম্বর সংযোজন করা হয়েছে , তাদের অনেকেই নিজেদেরকে নির্দোশ বলে দাবি করেছেন । এই বিষয়ে রুহুল আনাম চৌধুরী মিন্টু বিডি ‘ল’ নিউজকে বলেন, খুব দ্রুত তদন্ত করে কমিটির সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে করে বিষয়টি খুব দ্রুত সমাধান করা হয়।
সেই সাথে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা কোন মাসে নেওয়া হবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগেই আমরা ভাইভা পরীক্ষার ধাপটি সম্পন্ন করা হবে।

বার কাউন্সিলের অন্যতম সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু স্যারের সাথে বার কাউন্সিলের বিষয়ে আরো বিস্তারিত কথা বলে জানা যায়, অপেক্ষাকৃত ২৩০ জন পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল এবং বার কাউন্সিল পরবর্তীতে একই রেজাল্ট সিটে লিখিত পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করে যে রোল নম্বর গুলো সংযোজন করেছেন তাদের বিষয় গুলো আলোচনা করে উভয় পরীক্ষার্থীর রেজাল্ট অর্থাৎ সর্বমোট ২৭০ জন পরীক্ষার্থীর রেজাল্ট একই দিনে বার কাউন্সিলের ওয়েব সাইটে কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে।
বার কাউন্সিলের অন্যতম সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু স্যারকে রিভিউ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বার কাউন্সিলের তিন ধাপের অর্থাৎ এম সি কিউ, রিটেন, ভাইভা এর মধ্যে কোন ধরনের পরীক্ষায় খাতা রিভিউ করার কোন ব্যবস্থা নেই ।
অতঃপর পরবর্তী এম সি কিউ পরীক্ষার বিষয়ে রুহুল আনাম চৌধুরী মিন্টু স্যারকে প্রশ্ন করা হলে তিনি নিদিষ্ট কোন মাস উল্লেখ না করে বলেন, আমরা এই বছরের মধ্যেই একটি এম সি কিউ পরীক্ষা সম্পন্ন করবো ,এই বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।
Discussion about this post