ঝিনাইদহ প্রতিনিধি: বাল্যবিয়ে দেয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামে রবিউল ইসলাম নামে এক কাজীকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাজী রবিউল ইসলামের বাড়ি বারবাজার বেলাট গ্রামে।এ সময় বরপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা এ দণ্ডাদেশ দেন।
কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের কাশেম আলীর কন্যা আদুরী (১৫) আয়েশা মেমোরিয়াল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও বর শরিফুল ইসলামের বাড়ি যশোরের শংকরপুর গ্রামে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, বুধবার বিকালে উপজেলার মাঝদিয়া গ্রামে একটি বাল্যবিয়ে দেয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন। মেয়েটির বয়স না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী রবিউল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময় ছেলেপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করেন। তবে বিয়ে সম্পন্ন হওয়া বউ তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে চলে যায়।




Discussion about this post