এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. সোহেল (২৬) ও রাজু (২৪)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে চান্দুর মার্কেট সংলগ্ন এলাকার ভাড়া বাসায় বসবাস করেন অটোরিক্সা চালক মো. আব্দুল্লাহ।
শনিবার (২৬ মার্চ) দিনগত রাত ৯টার দিকে ঘরে আব্দুল্লাহর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে সোহেল। এ সময় রাজু তাকে সহায়তা করে। পরে আব্দুল্লাহ বাসায় ফিরলে কৌশলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় রোববার দুপুরে ধর্ষিতা গৃহবধূ থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। পরে এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ওই দু’জনকে আটক করে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি।




Discussion about this post