বিডি ল নিউজঃ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ১৪তম দিনে রাজশাহীতে ঢাকাগামী একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা-মেয়ে দগ্ধ হয়েছে। নগরীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় সোমবার রাত সোয়া ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের একটি বাসে এ হামলা চালানো হয়।
বোমা হামলার পর বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরো দুজন আহত হয়েছে বলে জানা গেছে। দগ্ধ মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে। ইসরাইল হোসেনের মেয়ে রিফাত ঢাকা পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ছাত্রী। পরীক্ষায় অংশ নিতে অবরোধের মধ্যেই মাকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছিল। হাসপাতালে ভর্তি অপর দুজন হলেন- সুফিয়ান (৫০) ও তার ছেলে মাইনুল (২০)।
বোয়ালিয়া থানার ওসি নূর হোসেন জানান, নিরাপত্তা বাহিনীর পাহারায় শিশির এন্টারপ্রাইজের ওই বাসসহ ১৫/১৬টি যানবাহন ঢাকা যাচ্ছিল। ওই বাসের পেছনে আরো দুটি বাস ও একটি ট্রাক ছিল।
গাড়িবহরটি রাত ১২টার দিকে রাজশাহী টার্মিনাল থেকে ছাড়ার কিছুক্ষণ পরই বাসটিতে হামলা হয়। কয়েকজন দুর্বৃত্ত গলির ভেতর থেকে বাসটি লক্ষ্য করে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে।
তিনি বলেন, বাসের মাঝের একটি জানালার কাচ ভেঙে বোমাটি ভেতরে ঢুকে ছয়টি আসন পুড়ে যায়। এসময় মা-মেয়ে দগ্ধ হন।




Discussion about this post