বিডি ল নিউজঃ ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের ধামরাই সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের কারও নাম পরিচয়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, নিহত সেনা সদস্য শহিদুল চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়ে সাভার সেনানিবাসের কর্মকর্তারা শুক্রবার সকালে থানা থেকে তার লাশ নিয়ে গেছেন।
ধামরাইয়ের ওসি আরও জানান, রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের ওই বাস বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সেনা সদস্যসহ বাসের ওই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।



Discussion about this post