বিডি ল নিউজঃ বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন জানাজায় অংশ নেওয়ার জন্য। একই চিত্র দক্ষিণ পাশেও। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজায় অংশ নিতে বিএনপি, ২০ দলীয় জোটের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেছে।
কোকোর জানাজা নামাজ বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন আহমেদ পড়াবেন। তিনি বলেছেন, ‘আরাফাত রহমান কোকোর জানাজার নামাজ পড়ানোর জন্য পারিবারিকভাবে আমাকে অনুরোধ করা হয়েছে। আমি এখন বাসা থেকে প্রস্তুতি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি।’




Discussion about this post