
জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনের তফসিল এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার (২৮ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেয়।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই স্থগিতাদেশের ফলে নির্বাচনের সব কার্যক্রমও স্থগিত হয়ে গেল।
নির্বাচনের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মেসার্স ট্রেড ইনফরমেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আবদুল্লাহ এই রিট আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।




Discussion about this post