বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাউন্সিল গেটে ঢুকতেই লাঞ্ছিত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। খোয়া গেছে নেতাকর্মীদের মানিব্যাগ-পার্স।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, কাউন্সিলে আগতদের অনেকের ম্যানিব্যাগ ইতোমধ্যে খোয়া গেছে। যা নিযে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল বিএনপির কর্মীরা।
এসব বিষয়ে দলটির সিনিয়র নেতারা বলছেন, প্রবেশ পথে অপরিচিত যুবকদের দায়িত্ব দেওয়ায় তারা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেননি। এতে সমস্যার সৃষ্টি হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন।




Discussion about this post