রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির গণসংযোগে ককটেল হামলার খবর পাওয়া গেছে। এতে এক সংবাদকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদল নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগ করতে জমায়েত হয়। গণসংযোগের আগে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য শুরুর পরপরই তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি মোটরসাইকেলে সশস্ত্র আট যুবক এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বটতলা মোড়ের পূর্ব দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, পাশে কর্মকার দোকানের স্বপন কর্মকারসহ পাঁচজন আহত হয়েছেন।
সরকারদলীয় প্রার্থীর লোকজন ককটেল হামলার সঙ্গে জড়িত দাবি করে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নিজেদের ভরাডুবি বুঝতে পেরে রাজশাহীর শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।
Discussion about this post