নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বিস্ফোরক মামলায় জামিন চাইলে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
ঢাকসুর জিএস খায়রুল কবির খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তিনি জেলা নরসিংদী বিএনপির সভাপতিও। গতকাল বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নরসিংদী-১ সদর আসনে খায়রুল কবির খোকন ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন আরো ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির শাফিকুল ইসলাম, গণফ্রন্টের জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের মাওলানা ইসহাক, জাকের পার্টির এড. আরিফ, কাউছার আহমেদ হালিম (স্বতন্ত্র)।




Discussion about this post