নিজস্ব প্রতিবেদক:বিএনপির যুগ্ম-মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানার অভিযোগ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। সুপ্রিম কোর্টের ফটক থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। খোকনকে কোথায় নেয়া হয়েছে তা জানে না তার পরিবার।
Discussion about this post