বিডি ল নিউজঃ আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা। তিনি জানান, আজিজুল বারী হেলালকে ২০১৫ সালে করা রমনা, মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ তিন মামলাসহ তার বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিল। এখন এ তিন মামলায় জামিনের পর তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।
চলতি বছরের ৩১ জানুয়ারি ছাত্রদলের প্রাক্তন এ সভাপতিকে মগবাজারের বাসা থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সেই থেকে কারাবন্দি আছেন আজিজুল বারী হেলাল।
Discussion about this post