সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অংগসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে মহানগর এলাকায় ১৬ জন ও জেলায় ৯ জন রয়েছে- জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবা গত রাত থেকে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার। আটকদের বেশির ভাগই বিএনপি নেতাকর্মী বলেও জানান পুলিশের এই কর্মকর্তারা।
Discussion about this post