নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ ছাড়া কোনো সম্বল নেই বিএনপির, নালিশ ছাড়া তাদের কোনো কাজ নেই।
শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলার জনতা বাজারে খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এবার প্রত্যেক গ্রামকে শহর করা হবে এটাই শেখ হাসিনার সরকারের প্রতিশ্রুতি। একটা কারণে আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি নোয়াখালী খাল ও জোরালগঞ্জ সড়কের কারণে। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তার নির্বাচনী জনসভায় ১০০ জনও নেতাকর্মী নেই। তিনি মৃত ব্যক্তির নামে ভুয়া কাগজ করেও বাড়ি রক্ষা করতে পারেননি। ২২ বছরে তিনি কোনো কাজ করেননি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, আপনারা মওদুদ সাহেবের ২২ বছেরের কাজের সঙ্গে আমার ১২ বছরের কাজ মিলিয়ে দেখেন। যার উন্নয়ন বেশি তাকে আপনারা ভোট দিন। এ সময় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post