বিডি ল নিউজঃ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আটক পড়ে কাঁদছেন সেখানকার কর্মচারী তুষার। শনিবার (০৩ জানুয়ারি) রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থ অবস্থায় গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেলে কার্যালয় থেকে সবাইকে বের করে দেওয়া হয়। পরে তালা লাগায় পুলিশ।
এসময় পুলিশ দেখে তুষার ভয়ে চার তলায় উঠে পালিয়ে থাকেন। পুলিশ যে তালা লাগিয়ে দেবে তা তিনি বুঝতে পারেন নি। বাকিদের বের করে দিয়ে তালা দেওয়ার কারণে এখন আর বের হতে পারছেন না তিনি।
তালার চাবি কার কাছে তাও জানেন না তুষার। বাইরে অনেক পুলিশ পাহারায়। ভয়ে তাদের সঙ্গেও কথা বলার সাহস পাচ্ছেন না তিনি।
পরে ফোন করে হাউমাউ করে কেঁদে ফেলে তুষার বলতে থাকেন, স্যার আমি আটকে পড়েছি। আমাকে বাঁচান।
৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে শনিবার রাতে গুলশান কার্যালয়ে পুলিশ ব্যারিকেডে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শোনা যাচ্ছে ৬ জানুয়ারির আগে কার্যালয় থেকে বের নাও হতে পারেন তিনি।
তল্লাশি চালানো হয়েছে মির্জা ফখরুলসহ সব বড় নেতাদের বাসভবনে। এতে ঘর ছাড়া সবাই।
Discussion about this post