নোয়াখালী প্রতিনিধি: এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে একদিনেই দেশে রক্তের নদী বইয়ে দেবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলমের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মায়ের কাছে এসে সন্তান গ্রেফতার হয়েছে। ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই তারা। মনে আছে সেই দিন।’
এ সময় বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কি না-জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বলেন, ‘এই দলকে আপনারা চান? ১৫ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২১ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান? উপস্থিত জনতা সমস্বরে ‘না’ ‘না’ ‘না’ ধ্বনি দিতে থাকেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাহলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায়, শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, সোহরাওয়ার্দীর নৌকায়, মওলানা ভাসানীর নৌকায়, শেরে বাংলার নৌকায় ভোট দেবেন।
যারা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করছেন তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তবে আমাদের হারানোর ক্ষমতা কারোর নেই। তিনি বলেন, নির্বাচনে এবার স্বাধীনতাবিরোধীদের চূড়ান্ত পরাজয় হবে।




Discussion about this post