এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। গত কাল (১৪ নভেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সিলেট জেলা ও মহানগর বিএনপির এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে নেতাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কারণে নয় বছর পর সম্পূরক চার্জে বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র গৌছ উদ্দিনের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে। শমসের মোবিন বলেন, চার্জশিট থেকে হারিছ, আরিফ ও গৌছের নাম বাদ দেওয়া না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) জেলা ও মহানগর বিএনপি কোর্ট পয়েন্টে বিক্ষোভ- সমাবেশ পালন করবে। আর প্রশাসন সমাবেশ করতে বাধা দিলে ওই দিনই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, এমএ হক, দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট নোমান মাহমুদ, নাসিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।




Discussion about this post