নাশকতার মামলার আসামি বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৩ আসনের সাবেক এমপি দেওয়ান সালাহউদ্দিন বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী যাত্রাবাড়ীর ১ মামলা, কদমতলী ২ শ্যামপুরের ১ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার সকাল পৌনে ১১টায় নাশকতার ১৫ মামলায় আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন সালাহউদ্দিন বাবু।
তার বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সময় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। ১৫টির মধ্যে যাত্রাবাড়ীতে ৯টি, কদমতলীতে ৩টি, শ্যামপুরে ১টি, গেন্ডারিয়া ও ওয়ারীর ১টি মামলা রয়েছে।




Discussion about this post