লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ভবন সম্প্রসারিত করাকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকতার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা ও কোর্ট বজর্নের হুমকি দিয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জি এইচ এম আবদুর নুর।<br /> জেলা আইনজীবি সমিতি সূত্রে জানা যায়, আইনজীবি সমিতি ভবনের সামনে নতুন করে আরো একটি সম্প্রসারিত ভবন নির্মানের কাজ শুরু করেছিল আইনজীবি সমিতি। উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে তারাই কাজ শুরু করে।<br /> জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকতার হোসেন ও গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উক্ত কাজে বাধা দেয়। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকতার হোসেন ঘুষের বিনিময়ে আসামী জামিনসহ বিভিন্ন অনিয়ম ও দূনীর্তি করে আসছে বলে দাবী করে আইনজীবি সমিতি।<br /> এ ঘটনায় মঙ্গলবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ের হলরুমে সমিতির সভাপতি জি এইচ এম আবদুর নুরের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী,সাধারন সম্পাদক এডভোকেট মো. রফিকউল্যাহ প্রমুখ।<br /> এসময় সমিতির ২শত ২৫জন আইনজীবী উপস্থিত ছিলেন। পরে সর্ব সম্মতিক্রমে আইনজীবীরা এক জানুয়ারি থেকে জেলা ও দায়রা জজ আদালতের কোর্ট বর্জন করার সিদ্ধান্ত নেয়। এছাড়া ওই আদালতের বিচারককেও অবাঞ্চিত ঘোষণা করেন তারা।</p>




Discussion about this post