বিচার প্রার্থীরা যাতে দ্রুত ন্যায় বিচার পায় তার জন্য মামলাার নিস্পত্তি এবং মামলা জট কমাতে হবে। এজন্য বিচার বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় হাইকোর্টের ৩১ লাখ মামলাকে অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিচারকদের সময়নিষ্ঠতা, যথাযথ পুলিশি তদন্ত, যথাসময়ে সাক্ষী হাজির করা, আইনজীবীদের দক্ষতা ইত্যাদির মাধ্যমে দেশের মামলা জট কমিয়ে আনা সম্ভব।<br /> গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।<br /> প্রধান বিচারপতি বলেন দেশের অনেক আইনেই মরিচা ধরেছে। ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্রে গঠন সম্ভব নয়। এসব সিআরপিসি আইনের ৪০ ভাগই অকার্যকর হয়ে পড়েছে। আইনগুলো যুগোপযোগী করতে আইন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে।<br /> নিম্ন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান বিচারপতি আরো বলেন, ‘সরকারি সময়সীমা মেনে চলতে হবে। হাইকোর্টে ইতোমধ্যে এ বিষয়টি নিশ্চিত করা গেছে।<br /> জেলা জজশীপ এর আয়োজনে অনুষ্ঠিত সন্মেলনে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ জোয়াদ্দার আমিরুল ইসলামের
Discussion about this post