বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা, ২০১৫ কার্যকীকরণে বিচারক আইনজীবী সমন্বীত ভাবে কাজ করতে হবে বলেছেন-চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ নূরুল হুদা।<br /> জেলা জজ মোঃ নূরুল হুদা বলেন, আদালতের মামলা জট নিরসন কল্পে আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা, ২০১৫ প্রণয়নের মাধ্যমে সরকার সর্বস্তরের বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা পাওয়ার দ্বার উন্মুক্ত করে করেছেন। এই বিধিমালার আওতায় সরকার দেশের প্রতিটা জেলার লিগ্যাল এইড অফিসকে এক একটি এডিআর কর্ণার হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।<br /> জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাসিক সমন্বয় সভায় চট্টগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি (ডিল্যাক) চট্টগ্রাম এর চেয়ারম্যান মোঃ নূরুল হুদা সভাপতির বক্তব্যে গতকাল এসব কথা বলেন।<br /> জেলা কমিটির সদস্য সচিব এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুজাহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞ মূখ্য বিচারিক হাকিম মুন্সি মোঃ মশিয়াররহমান, জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা জজদের মধ্যে মোঃ সিরাজুদ্দৌলা কুতুবী, মোঃ রবিউজ্জামান, মোঃ নজরুল ইসলাম, মোঃ নূরে আলম, মোঃ সাদেকুর রহমান, মাসুদ করিম, ফেরদৌস আরা, মুন্সী আব্দুল মজিদ, বিজ্ঞ যুগ্মমহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম মোঃ নিপু, জেলা সিভিলসার্জন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান ছিদ্দিকী, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, মেট্রোপলিটন পুলিশের এ সি প্রসিকিউশন প্রমুখ।</p>




Discussion about this post