রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আব্দুল করিম হত্যা মামলায় ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ গত মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। তবে মামলার চার্জসিটটভুক্ত ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঁঠগড়ায় উপস্থিত ছিলেন।<br /> দণ্ডপ্রাপ্ততরা হলেন, মনিরুল ইসলাম ও শান্তিজুল ইসলাম, বাইরুল, আনছার আলী, আনোয়ার ও সাদেকুল, লাড্ডু, আলাউদ্দিন, আতাউর রহমান, বক্তার আলী, মতিন, জালাল, বকুল ডাক্তার, জিয়াউর রহমান, বিশু, আলম, আলম-২ ও বাইরুল। খালাসপ্রাপ্তরা হলেন, আল আমিন, নুরুল, হায়াত আলী ও কোহার আলী, শাহীন, রুবেল, সওদাগর, জাক্কার আলী, কালু, মাহেদুর, হেলাল, আবু, এমরুল, শফিকুল ইসলাম, রাশেদুল, কালু-২, আলম, গাওয়া, রাকিব ও বজু।<br /> আসামিপক্ষের আইনজীবী অংকুর সেন বলেন, রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আবেদন করবেন।<br /> মামলার বিবরণে প্রকাশ, ২০১০ সালের ২৯ আগস্ট উপজেলার চকর্কীতি গ্রামের নাইমুল ইসলামের দখলে থাকা জমি প্রতিপক্ষ দখলের চেষ্টা করে। এ সময় জমির জোগানদার আব্দুল করিম তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাইরুল ও মনিরুল যোগানদার করিমকে নিজ বাড়িতে আটকে রেখে মারধর করে। প্রায় চার ঘণ্টা পর প্রতিবেশীদের সহায়তায় করিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।<br /> এ ঘটনায় জমির মালিক নাইমুল হক ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদের মধ্যে নাজমুল নামে এক অভিযুক্ত মারা যান। চলতি বছরের ৭ জুলাই মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।</p>
Discussion about this post