
‘জ্যেষ্ঠতা ভঙ্গ করে’ আপিল বিভাগে বিচারক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা। তাদের অভিযোগ, নতুন তিন বিচারপতির দুজনকেই ৩০ বিচারকের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিমকোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ভবিষ্যতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিচারক নিয়োগ দেয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণাও দেয়া হয়। সম্মেলনে লিখিত বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জ্বল পাটোয়ারী, ট্রেজারার শওকত আরা বেগম দুলালী প্রমুখ।




Discussion about this post