বিচারপতি নিয়োগে আইন হওয়া উচিত জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ব্যাপারে এই সরকার কাজ শুরু করেছে। তিনি বলেন, সরকার বিশ্বাস করে, বিচার বিভাগ স্বাধীন হওয়া উচিত। স্বাধীন হওয়ার জন্য যেসব কর্মকাণ্ড করা উচিত, সেসব কর্মকাণ্ড সরকার হাতে নিয়েছে। সরকারই এই কাজগুলো সম্পন্ন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও বলেন বলেন, স্বাধীনতার কথা শুধু মুখে বললে হয় না। প্রকৃতপক্ষে স্বাধীন বিচার বিভাগ হয়েছে এই সরকারের আমলে।
গতকাল রোববার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মন্ত্রী বলেন, স্বাধীনতার কথা শুধু মুখে বললে হয় না। প্রকৃতপক্ষে স্বাধীন বিচার বিভাগ হয়েছে এই সরকারের আমলে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য শ ম রেজাউল করিম প্রমুখ।
Discussion about this post