
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতি যদি নিজেকে প্রত্যাহার করে নিতেন তাহলে দেশে দাঙ্গা লেগে যেত, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হয়ে যেত। এই আপিল বিভাগ থেকে যুদ্ধাপরাধের বিচারের অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
রবিবার (২০ মার্চ) দুই মন্ত্রীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
দুই মন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও আবদুল বাছেদ মজুমদার শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয়, আইনজীবী হিসেবে আপনারা কী মনে করেন? এটা সুপ্রিম কোর্ট সংবিধানের চুল পরিমান ব্যর্থয় আমরা করতে পারি না। সংবিধানের বাইরেও আমরা কোনো রায় দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি। আপনি যেই হোন না কেন, সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ করব না।’ দুই মন্ত্রীর আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘যত বড় ক্ষমতাধর হোন না কেন, আইন সব সময় সোজা পথে চলে।’
প্রসঙ্গত, গত ৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইমলাম।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, এ রায় নিয়ে যে শঙ্কা এখন একটি সংকটে পরিণত হয়েছে। তবে এই সংকট আমাদের সৃষ্ট নয়। সংকট সৃষ্টি করেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি। এটাই আমাদের দুঃখ।’
‘রায়ের আগে প্রধান বিচারপতি যদি এমন কথা বলেন তাহলে জাতি কোথায় যাবে’ বলেও প্রশ্ন তোলেন তিনি।




Discussion about this post