নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অযোগ্য ব্যক্তি ও ভুয়া প্রতিষ্ঠানকে জামানতবিহীন বিপুল অঙ্কের ঋণ দেয়ার অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ১০ কর্মকর্তাকে তলব করেছে দুদক।
রবিবার দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষর করা চিঠিতে তাদের তলব করা হয়। ১০ জনের মধ্যে পাঁচজনকে ১৭ অক্টোবর ও পাঁচজনকে ১৯ অক্টোবর সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।
১৭ অক্টোবর যে পাঁচ কর্মকর্তাকে ডাকা হয়েছে তারা হলেন- ব্যাংকটির সাবেক জিএম ড. নাজমুল বারী, মো. খলিলুর রহমান চৌধুরী, এএমএম জিয়াউল হক, সাবেক কনসালট্যান্ট খন্দকার মাহমুদুল হাসান, বর্তমান ডিজিএম মো. সোলায়মান আলী।
অন্যদিকে ১৯ অক্টোবর যে পাঁচ কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের বর্তমান এসপিও প্রকৌশলী এসএম সিরাজুল ইসলাম, শ্যামল কুমার দাশ, ডিএমডি মোহাম্মদ দিলওয়ার হোসেন ভুইয়া, এজিএম সৈয়দ মো. নজরুল ইসলাম ও ডিএমডি মিসেস দীনা আহসান।
Discussion about this post