বিডি ল নিউজঃ এক মাস বাদে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। মাঠে নামার আগে কার জোর কত বেশী সেটা নিয়ে চলছে বাকবিতণ্ডা। তবে, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ফেবারিটের তকমা থাকছে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের গায়ে; বিষয়টিতে বেশ আনন্দিত দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস। কেন? এর উত্তরে ওয়াকার বলেছেন, ‘বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়ে খেলতে যাচ্ছে না পাকিস্তান, বিষয়টিতে আমি খুশি। কেননা, ফেবারিটের তকমা নিয়ে এমন একটি আসরে খেলতে যাওয়া অনেক বেশি চাপের বিষয়। আর ফেবারিটের তালিকায় না থাকলে সহজ-স্বাভাবিক পারফরম্যান্স করাটা অনেক বেশি সহজ হয়।’
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে ওয়াকার বলেছেন, ‘২০১১ সালেও আমরা ফেবারিট ছিলাম না। এর ফলে আসরে আমাদের দল দুর্দান্ত পারফরম্যান্স করতে পেরেছে এবং আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছি। তাই ফেবারিটের তালিকায় না থাকাটাই আমার কাছে স্বস্তির বিষয়।’
এদিকে, বিশ্বকাপের আগে পাকিস্তানের পেস বোলিংয়ে বেশ খানিকটা দুর্বলতা সৃষ্টি করেছে বোলারদের ইনজুরি সমস্যা। তবে ওয়াকার মনে করেন না যে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে পাকিস্তানকে পেস বোলিং নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হবে।
বিশ্বকাপের পর অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক ও শহিদ আফ্রিদি। এই বিষয়ে ওয়াকার বলেছেন, ‘অবসরের ঘোষণা দিলেও গত কয়েকদিনে তারা কঠোর অনুশীলন করছে। আমার মনে হয়, বিশ্বকাপে তারা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েই পাকিস্তানের জন্য খেলবে; আর এখনও তাদের ঝুলিতে অনেক কিছুই করে দেখানোর রসদ রয়েছে। যা তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারে।’
উল্লেখ্য, পাকিস্থান তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। জমজমাট শুরু হচ্ছে তাদের ম্যাচ দিয়েই।




Discussion about this post