বিডিলনিউজঃ
বিশ্বজিৎ দাস হত্যার রায়ে সন্তুষ্ট তার পরিবারের সদস্যরা। সেইসঙ্গে তারা দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবিও জানিয়েছেন । আজ বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে রায় ঘোষণার পর পরিবারের সদস্যরা তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ সন্তুষ্টির কথা জানান। সেখানে ছিলেন বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস। রায় দ্রুত কার্যকর করার পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতার করার দাবি জানিয়ে তিনি বলেন, এই সাজা যেন উচ্চ আদালতে বহাল থাকে। দ্রুত কার্যকর করা না হলে এ রায়ের কোনো অর্থ থাকবে না। ১৩ আসামী পলাতক থাকায় উদ্বেগ প্রকাশ করে উত্তম কুমার দাস বলেন, যাদের গ্রেফতার করা হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।
মামলা চলাকালে আসামিপক্ষের কেউ কোনো ধরনের হুমকি দিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উত্তম কুমার দাস বলেন, এ ধরনের তেমন কিছু এ পর্যন্ত ঘটেনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আদালত সবকিছু বিবেচনা করে রায় দিয়েছে। প্রত্যাশিত রায়ই পেয়েছি।’
Discussion about this post