দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে আগামী দিনের জ্ঞান চর্চা ও গবেষণার স্থান বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তি ও জ্ঞানের যুগ। আগামী দিনে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে বিশ্বমানের শিক্ষা চাই। সেজন্য সকল ধরনের জ্ঞান চর্চা ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানের প্রসার বাড়িয়ে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সারা বিশ্বের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ৮ম কিংবা ৯ম স্থানে রয়েছে। মানুষ হল সবচেয়ে বড় সম্পদ। এই সম্পত্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশ স্বাধীন হবার পর মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় ছিল। ২০১০ সালে জাতীয় সংসদে আইন পাস হওয়ার পর এখন দেশে ৩৬ থেকে ৩৭টি বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে। আগামীতে প্রতিটি জেলায় একটি করে সরকারী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। দিন দিন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সংখ্যা বেড়েই চলেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি হরতাল ও অবরোধের মধ্যেও ৩৩ কোটি বই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। দেশে প্রায় ৬ কোটি শিক্ষার্থী রয়েছে। ২৩ হাজার স্কুলে মালটিমিডিয়ার আওতায় আনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজার স্কুলে মাল্টিমিডিয়া আওতায় আনা হয়েছে।
একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলা একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামানউত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম. আজিজুর রহমান প্রমুখ।




Discussion about this post