বিডি ল নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার অষ্টম জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে। দুঃখজনকভাবে এই প্রস্তাবনায় সিনিয়র অধ্যাপকদের বেতন সচিবদের থেকে একধাপ নিচে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সচিব কমিটি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করার পর বৃহস্পতি ও শুক্রবার দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ দাবি জানায়।
“এই প্রস্তাবনায় সিলেকশন গ্রেড বাতিলেরও সুপারিশ করা হয়েছে। শিক্ষক সমাজ এহেন প্রস্তাবনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। আমরা সিলেকশন গ্রেড বহাল রাখার প্রস্তাব করছি।
“বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও অধ্যাপকদের মূল বেতন যথাক্রমে সিনিয়র সচিব ও সচিবের বেতনের সমতুল্য করার জোর দাবি জানাচ্ছি।”
অধ্যাপকদের পরবর্তী ধাপ সহযোগী অ্যধাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ওই ক্রম অনুসারে নির্ধারণের দাবি জানায় শিক্ষক সমিতি।
এদিকে শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক এসএম খসরুল আলম কুদ্দুসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একই দাবি জানানো হয়।
এতে অধ্যাপকদের মূল বেতন সচিবদের বেতনের সমান এবং সহযোগী, সহকারী ও প্রভাষকদের বেতন সেই অনুসারে নির্ধারণের দাবি জানানো হয়।


Discussion about this post