বিডি ল নিউজঃ

দীর্ঘকাল রাষ্ট্রক্ষমতায় থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
শনিবার মালয়েশিয়ায় তার মৃত্যুর পরপরই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যগুলোতে গুরুত্বের সঙ্গে স্থান পায় এই খবর।
লন্ডনভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি বলেছে, অসুস্থ হয়ে পড়ার পর শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় তিনি কুয়ালালামপুরে মারা যান। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছিলেন মি. কোকো।
ইরানের রেডিও তেহরান, ভারতের দ্য হিন্দু, প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার, পিটিআই কোকোর মৃত্যুর খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।




Discussion about this post