সকালে বাসা থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময় জ্যামের মধ্যে বসে থেকে কিংবা বাজারে জিনিসপত্রের দাম দেখে যে কেউ মন মেজাজ খারাপ করে বলবেন- এই দেশে একবিন্দু পরিমাণে শান্তি নেই! আর এই কথার সাথে অনেকেই একমত হবেন। আবার অনেকের কাছেই দিন যেমনই হোক না কেন, রাতে বিছানায় গা এলিয়ে শোয়ার পর বলবেন, ‘আহ! কি শান্তি’। তাহলে শান্তি জিনিসটি আসলে কী? কেন এবং কোন কোন কারনে আমরা শান্তিতে থাকি এ বং কোন কোন কারনে আমরা অশান্তিতে থাকি? এই সব শান্তি ও অশান্তির ধরণ নিয়ে কাজ করে ‘ইন্সটিটিউট অফ ইকোনোমিক পিস’। তারা সকল দিক বিবেচনা করে ও জরিপের মাধ্যমে নির্বাচন করেন বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলো। তাদের জরিপে পাওয়া বিশ্বের সব চাইতে শান্তিপূর্ণ ৭ টি দেশ নিয়ে আমাদের আজকের ফিচার।গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী নরওয়ে অনেক বেশি শান্তিপূর্ণ একটি দেশ। এই দেশে অপরাধীর সংখ্যা কম এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এই দেশে অপরাধের সংখ্যা অনেক কম। থাকার জন্য বেশ নিরাপদ এই জায়গার মানুষজন অনেক বন্ধুভাবাপন্ন। যার কারনে এই দেশটি রয়েছে ২য় স্থানে।
সিঙ্গাপুরের সিকিউরিটি সিস্টেম এবং জননিরাপত্তা সবার প্রথমে আসে। এই দেশ অন্যান্য যে কোনো দেশের তুলনায় প্রায় ৯০% নিরাপদ থাকার জন্য বলে গ্লোবাল পিস ইনডেক্স হতে জানা যায়। এই দেশটি ইউনাইটেড নেশনের সাথে একযোগে কাজ করে, আর তাই অর্থনৈতিক দিক থেকেও এই দেশটি উন্নত।
অসাধারণ ঐতিহ্যবাহী এই দেশটির রয়েছে সব চাইতে কম অপরাধীর রেকর্ড। এবং এই দেশটি পর্যটনের জন্য বেশ ভালো একটি স্থান বিধায় প্রচুর টুরিস্ট এই দেশে যান। তাদের জরিপে জানা যায় আইসল্যান্ডের অধিবাসী বেশ শান্তিপ্রিয় এবং সহযোগী মানসিকতা সম্পন্ন।




Discussion about this post