এম,মিসবাহ উদ্দিন
বিয়ানীবাজার প্রতিনিধিঃ ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে রবিবার বিয়ানীবাজার পৌর শহরে মানববন্ধন করেছে বিয়ানীবাজারবাসী। এতে অংশনেন ব্যাবসায়ী, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, শ্রমিক-দিন মজুর সহ সমাজের সর্বস্তরের সচেতন মানুষ।
‘আমরা বিয়ানীবাজারবাসী’র ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া গ্রাহকরা ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই’, ‘বিয়ানীবাজারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি’, ‘এইচএসসি পরীক্ষার্থীদের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক চাই’, ‘পল্লী বিদ্যুৎ কি ইস্ট ইন্দিয়া কোম্পানি?’ ‘নিয়মিত বিদ্যুৎ দে নইলে হ্যারিকেন ও কেরোসিন দে’, ”অযৌক্তিক লোডশেডিং মানি না, মানবো না’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে গ্রাহকরা জানান ‘১০-১৫ দিন ধরে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন বিয়ানীবাজার উপজেলায় ১০-১৫ মিনিট পর পর লোডশেডিং হচ্ছে। ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ এর অবহেলা ও খামখেয়ালীপনার প্রমান পাওয়া যায়! কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ এর ২-৩ দিন সময় লেগে যায়। যে কারণে পরীক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া, হাসপাতাল ও বাণিজ্যিক ব্যাংকসহ সকল প্রতিষ্ঠানের কাজে ব্যাঘাত ঘটছে।’
মানববন্ধনে এ অবস্থা থেকে বিয়ানীবাজারবাসীকে উদ্ধার করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।




Discussion about this post