বুদ্ধিজীবী হত্যার নায়কদের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরে জাতি আজ তৃপ্ত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন, বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক মুজাহিদের (আলী আহসান মোহাম্মদ মুজাহিদ) রায় কার্যকর হয়েছে। জাতি আজ তৃপ্ত। জানুয়ারিতে আরেক বদর নেতা নিজামীর (মতিউর রহমান নিজামী) রায় হবে।
পর্যটনমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের হোতাদের বিচারে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা ও তাদের স্বজনরা আজ তৃপ্ত। তারা দেখছেন, বাংলাদেশে বিচার হয়, যুদ্ধাপরাধীদের বিচার হয়, হচ্ছে।




Discussion about this post