বিডিলনিউজঃ অভিযোগ প্রমানিত না হওয়ায় বিদেশে অবৈধ ভাবে অর্থ পাচারের মামলায় বেকুসুর খালাস পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৭ বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত -৩ আজ এ রায় দেন।
এই মামলায় তারেক রাহমান কে পলাতক দেখিয়ে বিচারকাজ চলছিল তবে মামুন কারাগারে আটক আছেন।
চারদলীয় জোট সরকারের আমলে মামুন ততকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি থেকে ২০ কোটি ৪১ টাকা ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ২৬ অক্টোবরে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন।
তারেক রহমানের বিরুদ্ধে আর ১৫ টি মামলা আছে।
Discussion about this post