অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার জামবেলডাঙ্গা গ্রামের আফতাফ শেখের ছেলে আসাদ শেখ(৫৫), আসাদের স্ত্রী হোসনে আরা(৪৫), ছেলে রাসেল(১৮), রেজাউল শেখের স্ত্রী হাসিনা বেগম(৪৬), মেয়ে কাজল(২০) ও হেমানী (২৫), ফেরদোস রহমানের স্ত্রী নূরী শেখ(২৭), বারিকুলের স্ত্রী সপ্না বেগম (৩০), কাফিজুর শেখের স্ত্রী রাশেদা বেগম(৩০) ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্তারের স্ত্রী কুলসুম বেগম(৫২)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে এপারে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে (১১-সি) ধারায় মামলা হয়েছে। দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।




Discussion about this post